Skip to content
সাংবাদিক বৈঠক করলেন জেলা বিজেপি সভাপতি মাননীয় শাখারভ সরকার মহাশয়

সাংবাদিক বৈঠক করলেন জেলা বিজেপি সভাপতি মাননীয় শাখারভ সরকার মহাশয়

Reported By : Binay Roy ১৪ ই জুলাই, শুক্রবার, বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা বিজেপি সভাপতি মাননীয় শাখারভ সরকার মহাশয়। উক্ত বৈঠকে তিনি বললেন, লাগাতার নির্বাচনের আগে থেকে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বোম সকেটের রাহাজানি চলছিল। এমন কোনো থানা বা ব্লক মুশিদাবাদ জেলায় নেই যেখানে কোনো বোমের বস্তা বা বন্দুক, পিস্তল পাওয়া যায়নি। আমরা তখনই বলেছিলাম তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি হারিয়ে গেছে। তাই সাধারণ মানুষের মধ্যে এই ধরনের বোম সকেট দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তারা। তৃণমূল কংগ্রেস নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। মুর্শিদাবাদ জেলাতে নির্বাচন হয়েছে তবে সেই নির্বাচনে আমরা দেখলাম নমিনেশন এর প্রথম দিনে বিরোধী রাজনৈতিক দলের কর্মীর শহীদ; পরবর্তী ক্ষেত্রেও আমরা দেখেছি কাউন্টিং এর দিন ও নির্বাচনের পরেও। সম্ভবত আজকেও একজন শহীদ হয়েছেন। কিন্তু তার মধ্যেও ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদে একটা ঐতিহাসিক ফলাফল হয়েছে। এরপর তিনি আরো জানান যে, শাখারভ বাবু সাংবাদিক বৈঠক সেরকমভাবে করেন না কিন্তু বিজেপিকে নিয়ে খুব চিন্তিত তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা এবং মুর্শিদাবাদের বিরোধী রাজনৈতিক দলগুলো। ক্রমাগত নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার কারণে বিজেপি দলের যে দুর্বার গতিতে মুর্শিদাবাদ জেলায় বিজয় রথ ছুটছে ; মুর্শিদাবাদ জেলায় বিজেপির যে ঐতিহাসিক রেকর্ড হয়েছে তা নিয়ে কখনো কেউ বলছেন মোদি দিদির সেটিংস, আবার অপর পক্ষ বলছেন, সিপিএম কংগ্রেস ও বিজেপির রামধনুর জোট। আসলে আমাদের বিরোধী দুই রাজনৈতিক দল এবং পশ্চিমবাংলার শাসক দল তাদের নিজেদের অস্তিত্ব হারাতে চলেছেন। কারণ উল্লেখযোগ্য বিষয় এই নির্বাচনে মুর্শিদাবাদ জেলাতে ভারতীয় জনতা পার্টির তিনটি সংখ্যালঘু মুখ পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!