১ লা নভেম্বর, মঙ্গলবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ওই বৈঠকে তিনি বলেন, ডেঙ্গু আজ এক মহামারীর চেহারা নিয়েছে। তবুও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার উদাসীন, নির্বিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ। তিনি আরও বলেন, তার পার্টির সর্বজন শ্রদ্ধেয় এক নেতা মহম্মদ জহরকে ডেঙ্গুর কারণে তারা হারিয়েছেন। তার মৃত্যুতে তারা শোকাহত। পশ্চিমবঙ্গের হয়তো অনেক মানুষেরই মৃত্যু হয়েছে বা হচ্ছে। কিন্তু সেই তথ্য সম্পূর্ণ চেপে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ডেঙ্গুর কথা উল্লেখ করা যাবে না। তিনি আরও জানান, আমাদের দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গুর জন্য শ্লোগান দিয়েছেন জল, প্যারাসিটামল এবং মশারীর তল। কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য তিনি কোনোই পদক্ষেপ নেননি।