Reported By : Binay Roy
২২ শে নভেম্বর, মঙ্গলবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ওই বৈঠকে তিনি বলেন, বর্তমানে বাংলার মানুষের নিরাপত্তা বলে কিছু নেই; আগামী দিনেও থাকবে না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যেদিকেই দেখা যায় সেদিকেই বোমা আর গুলি। এ বাংলায় শিল্প হবে না। এগুলোই শিল্প হয়ে উঠছে। এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, 'এ বাংলাকে রক্তাক্ত করবেন না'। জঙ্গলমহলের জন্য বাংলা প্রায় কয়েক হাজার কোটি টাকা পেয়েছিল কিন্তু তাও এখনও তাদের অবস্থার কোনো উন্নতি নেই। তাদেরকে আজও শোষণ করা হচ্ছে। এরপর অধীর বাবু বাংলার পুলিশের তীব্র নিন্দা করেন।