Reported By : Binay Roy
২৮ শে নভেম্বর, সোমবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ওই বৈঠকে তিনি বলেন, তৃণমূল পার্টি যারা করে তারা আদর্শের জন্য করে না মানুষের সেবার জন্য করে না তারা লুট করার জন্য ধান্দা করার জন্য চুরি করার জন্য করে। আর পুলিশ সেখানে নিশ্চুপ থাকে কারণ তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে পুলিশ কোন পক্ষ নেবে তা জানে না। এমনকি ডোমকলের ঘটনাতেও পুলিশকে নিশ্চুপ থাকতে দেখা যায়। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের এই ভয়াবহ চেহারা আগামী দিনে বাংলার মানুষের কাছে আরও প্রকট হয়ে উঠবে বলে অধীর বাবু জানান।