Reported By : Binay Roy
৫ ই জানুয়ারি, বৃহস্পতিবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বলেন, অনুব্রত এর পাশে তৃণমূল নেই। তৃণমূল ওকে ছেড়ে ফেলে দিয়েছে। অনুব্রতকে দেখলে বোঝা যাবে তৃণমূল করার কী ফল। দিদির কাছে বোঝা হলেই দিদি ঝেড়ে ফেলে দেয়। এরপর তিনি বলেন, এখনও পর্যন্ত কোভিড মহামারির যে ক্ষতিকর প্রভাব সেখান থেকে ভারতবর্ষের মানুষ বের হতে পারে নি। এজন্য রাজ্যের কাছে তাঁর দাবি, কেন্দ্র সরকার গরীব মানুষদের যে ৫ কেজি করে চাল দিত তা দেওয়া বন্ধ করে দিলেও রাজ্য সরকার তা কেন চালু করছে না? তিনি আরো বলেন, আবাস যোজনার দুর্নীতির কথা। তিনি জানান, আবাস যোজনার তালিকায় কাদের নাম রয়েছে তা আগে থেকেই জানতে পারেন গ্রাম পঞ্চায়েতের নেতারা।