Reported By : Binay Roy
৭ ই জানুয়ারি, শনিবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বলেন, সরকারের কাছে তার একটা প্রস্তাব যে, দুয়ারে দুয়ারে না দিয়ে পাড়ায় পাড়ায় একটি করে রেশনের দোকান খোলা হোক। তাতে অনেক বেকার যুবকের চাকরির ব্যবস্থা হবে। আর স্থানীয় মানুষেরাও নিজেদের সুবিধা মতো সময়ে রেশনের দোকানে গিয়ে রেশন সংগ্রহ করতে পারবে। সরকারের কাছে এটা তার সাজেশন। এরপর তিনি জানান, এই বাংলার দুর্ভাগ্য যে এখানে পুলিশকে মার খেতে হয়, সরকারি অফিসারদেরও মার খেতে হয়।