Reported By : Binay Roy
২১ শে আগস্ট, সোমবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, তাঁর একটাই দাবি রাজ্য কেন্দ্র এবং ইউজিসি সবাই মিলে অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং প্রথা নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এরপর তিনি রাজ্যের কাছে দাবী জানান, সরকার পক্ষ ও বিপক্ষ সকলের কাছে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রথম র্যাগিং প্রথাকে নিষিদ্ধ করবার আইন পাশ করার চেষ্টা করা হোক। র্যাগিং ছাত্রছাত্রীদের মধ্যে এক অদ্ভুত নৃশংস মানসিকতার জন্ম দিচ্ছে। এর ফলস্বরূপ জুনিয়র ছাত্র যারা তারা র্যাগিংয়ের স্বীকার হয়ে যখন সিনিয়র হচ্ছে তখন তারাও র্যাগিং করছে তাদের জুনিয়রদের। ফলে ছাত্র পরম্পরায় এটা হয়ে দাঁড়িয়েছে একটা ট্র্যাডিশন। তাই অধীরবাবুর দাবি, র্যাগিং প্রথাকে আইনিভাবে নিষিদ্ধ করা হোক। নিয়ম করা হোক যে, র্যাগিং করলে শাস্তি পেতে হবে। এরপর তিনি আরও বললেন, এখন শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নয় এমনকি স্কুলগুলোতেও হিরোইন ড্রাগস মজুত রয়েছে। তার বক্তব্য, প্রশাসন সব জানে । সরকারের নজরেও সব আছে। অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।