Reported By : Binay Roy
২৩ শে জুলাই, রবিবার, লালবাগে সকাল ১০ টা নাগাদ সৌমেন মন্ডলের বাড়ি, বুধাসপাড়া ১৪২নং রেলগেট অর্থাৎ দীনদয়াল সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিজেপির সম্পাদক তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়। উক্ত সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, গতকাল কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী নসিপুর রেল ব্রিজ পরিদর্শনে এসে যেভাবে মিথ্যা কথা বলে মানুষের সহানুভূতি কুড়ানোর চেষ্টা করেছেন তাতে আমার মনে হয় যে তার সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী অভিষেক ও মমতার পাশে বসায় সংক্রামক রোগ যেভাবে ছড়ায় সেটা বোধহয় তার মধ্যেও সেভাবেই ঢুকে গেছে। এরপর তিনি বলেন, অধীর বাবু যখন রেল প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি কোন পদক্ষেপ নেননি যাতে নসিপুর রেল ব্রিজ দিয়ে রেল চলাচল শুরু হতে পারে। তারপরেও অনেক বছর কেটে গেছে ২০১৪-২৩। এরমধ্যে তিনি কোনদিন ২০২১ সালের ১০ ই ডিসেম্বর এর আগে পর্যন্ত রেলমন্ত্রীর কাছে যাননি, রেল বোর্ডে যাননি, জিএম এর কাছে যান নি, ডিএম এর কাছে যাননি। যদি গিয়ে থাকেন ২০২১ সালের ১০ ই ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩০ শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত অধীর বাবুকে তিনি বলবেন যে তিনি যেন তার একটা প্রমাণ বা প্রতিলিপি দেখান যে তিনি জিআরএফ এর কাছে গেছেন বা জিএম এর কাছে গেছেন বা রেল প্রতিমন্ত্রীর কাছে গেছেন বা রেল বোর্ডে গেছেন বা রেল মন্ত্রীর কাছে গেছেন।