Reported By:- Binoy Roy
মুর্শিদাবাদের ডোমকলে বসে চলছিল একটি ডিজিটাল ডাকাতির চক্র, যার মূল হোতা ছিলেন ঝাড়খণ্ডের তিন ব্যক্তি। বৃহস্পতিবার গভীর রাতে সাইবার ক্রাইম থানার অভিযানে সালামুদ্দিন আনসারি, কালামুদ্দিন আনসারি ও নিয়াজ আনসারি নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোটিকোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।১৮ জুলাই এক মহিলার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করা হয়। এরপর তদন্তের অংশ হিসেবে, ২০ জুলাই চক্রের আরেক সদস্য মুকলেশ হোসেন ওরফে মুকেশ মল্লিককেও গ্রেফতার করা হয়, যিনি বহরমপুরের রাজধরপাড়ার বাসিন্দা। মুকলেশ এই সাইবার প্রতারণা চক্রকে ব্যাংক অ্যাকাউন্টের যোগান দিতেন।ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক এটিএম কার্ড, মোবাইল ফোন এবং সিম কার্ডসহ অন্যান্য সরঞ্জাম, যা অনলাইন অপরাধের কাজে ব্যবহৃত হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন তাদের খোঁজে অভিযান চলছে।উল্লেখ্য, বর্তমান সময়ে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাইবার ক্রাইম থানার বিশেষ প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যাতে সাধারণ মানুষের অর্থ ও তথ্য সুরক্ষিত রাখা যায়।