Skip to content
“সাকমান ভাগ্য ফাউন্ডেশন উপস্থাপন করল “মিশন শক্তি নারী: ফ্যাশনে আধুনিকতা ও সংস্কৃতির মেলবন্ধন”

“সাকমান ভাগ্য ফাউন্ডেশন উপস্থাপন করল “মিশন শক্তি নারী: ফ্যাশনে আধুনিকতা ও সংস্কৃতির মেলবন্ধন”

Reported By Mahatab Chowdhury

সংস্কৃতি মন্ত্রণালয় এবং  ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় “সাকমান ভাগ্য” ফাউন্ডেশন উদ্যোগে ৫ই জুলাই ২০২৫ তারিখে হাওড়ার ফরচুন পার্ক পঞ্চবটি নামক একটি বিলাসবহুল হোটেলে “মিশন শক্তি নারী” নামক একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। 

 

কারগিল বিজয় দিবস সেলিব্রেশন ও সদ্য ঘটে যাওয়া “অপারেশন সিন্দুর” বিষয়ও উদযাপন করা হয়। উক্ত ফ্যাশন শোতে আধুনিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অভূতপূর্ব পোশাক ও রেম্প শো উপস্থাপনা করা হয়। জাতীয় সংগীত ও সিদ্ধি বিনায়ক মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।  উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় এবং  ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরিষ্ঠ আধিকারিক গণ ।

“সাকমান ভাগ্য ফাউন্ডেশন” এর প্রধান পরিচালক ছিলেন আশুতোষ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার অতুল কুমার চৌধুরী। এ ছাড়াও অনেক নামি দামি ফ্যাশন ডিজাইনার উপস্থিত ছিলেন। 

 

ড্রিম কালচারের তরফ থেকে ফ্যাশন ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি একমাত্র ফ্যাশন ডিজাইনার যিনি ব্যক্তিগত সংস্থা হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফাউন্ডেশনের একজন কর্ণধার আশুতোষ কুমার মহাশয় কে। রঞ্জিতা ভট্টাচার্য আরো জানান যে তার ফ্যাশন শো এর থিম হলো “ড্রিমল্যান্ড”। এছাড়াও উপস্থিত ছিলেন  কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার নিতু সাহা । তার তৈরি পোশাক সকলের মন কেড়েছে। তার বক্তব্যে তিনি “ভারতবর্ষের আর্মি বিভাগের সকল যোদ্ধা ভাইদের সাথে তাদের বাড়িতে যে নারীশক্তি একজন প্রকৃত যোদ্ধা” সে কথা তুলে ধরেন। নিতু সাহা  আরো বলেন -এই সুন্দর অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারার জন্য তিনি ভারতবর্ষের আর্মি বিভাগের প্রতি খুবই কৃতজ্ঞ।

Leave a Reply

error: Content is protected !!