Skip to content
সাকমান ভাগ্য ফাউন্ডেশন- এর উদ্যোগে ভারত সরকারের সহযোগিতায় “মিশন শক্তি নারী” ফ্যাশন শো ফরচুন পার্কে

সাকমান ভাগ্য ফাউন্ডেশন- এর উদ্যোগে ভারত সরকারের সহযোগিতায় “মিশন শক্তি নারী” ফ্যাশন শো ফরচুন পার্কে

Reported By Mahatab Chowdhury

সংস্কৃতি মন্ত্রণালয় এবং  ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় “সাকমান ভাগ্য” ফাউন্ডেশন উদ্যোগে ৫ই জুলাই ২০২৫ তারিখে হাওড়ার ফরচুন পার্ক পঞ্চবটি নামক একটি বিলাসবহুল হোটেলে “মিশন শক্তি নারী” নামক একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। কারগিল বিজয় দিবস সেলিব্রেশন ও সদ্য ঘটে যাওয়া “অপারেশন সিন্দুর” বিষয়ও উদযাপন করা হয়। উক্ত ফ্যাশন শোতে আধুনিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অভূতপূর্ব পোশাক ও রেম্প শো উপস্থাপনা করা হয়। জাতীয় সংগীত ও সিদ্ধি বিনায়ক মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।  উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় এবং  ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরিষ্ঠ আধিকারিক গণ । এছাড়াও উপস্থিত নামি দামি ফ্যাশন ডিজাইনার । 

উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে পালন করতে পারার জন্য ফরচুন পার্ক পঞ্চবটি হোটেলের সেলস এবং মার্কেটিং এর দায়িত্বশীল কর্মকর্তা উৎসব চ্যাটার্জি খুবই গর্বিত। এই উজ্জ্বল ময় অনুষ্ঠানের জন্য তিনি ধন্যবাদ জানান “শোকমান ভাগ্য ফাউন্ডেশনের” অধিককর্তা আশুতোষ কুমার কে।উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে পালন করতে পারার জন্য ফরচুন পার্ক পঞ্চবটি হোটেলের সেলস এবং মার্কেটিং এর দায়িত্বশীল কর্মকর্তা উৎসব চ্যাটার্জি খুবই গর্বিত। এই উজ্জ্বল ময় অনুষ্ঠানের জন্য তিনি ধন্যবাদ জানান “শোকমান ভাগ্য ফাউন্ডেশনের” অধিককর্তা আশুতোষ কুমার কে। 

আশুতোষ কুমার আমাদেরকে জানান যে ” এটি একটি প্যান ইন্ডিয়া অনুষ্ঠান” প্যান ইন্ডিয়ার মাধ্যমে যে সমস্ত পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে তাদের সকল ধরনের ব্যবস্থাপনা তারা করেছেন। তাদের মূল উদ্দেশ্য নারী শক্তিকে নতুন রূপে শক্তির প্রতিরূপ হিসাবে তুলে ধরা তাদের এই পঞ্চম তম অনুষ্ঠান যথেষ্ট সাড়া ফেলেছে”। আশুতোষ কুমার আরো জানান যে আসন্ন ডিসেম্বর মাসে তারা “ভিক্টরি  ডে” নামক একটি অনুষ্ঠানের তৈরি করছেন।

Leave a Reply

error: Content is protected !!