Reported By : Binay Roy
২০ শে ফেব্রুয়ারি, সোমবার, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী প্রচারে সোমবার বড়সড় প্রচার চমক দিল কংগ্রেস। আজ কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের হয়ে সাগরদিঘির মানুষের কাছে ভোট ভিক্ষা করেন হাওড়ার আমতা এলাকার প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান।
সোমবার বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে বহরমপুরের সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে তিনি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গৌরীপুরে সাইদুর রহমানের বাড়িতে চলে আসেন।
প্রসঙ্গত উল্লেখ্য সাগরদিঘি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেত্রী শাহানাজ বিবির স্বামী তথা সাগরদিঘি ব্লক যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাইদুর রহমানকে শনিবার পুলিশ একটি ধর্ষণের মামলাতে গ্রেফতার করেছে।
আনিস খানের বাবা সালেম খান আজ বলেন,' আমার ছেলে আনিস কোনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাই শাসক দলের নেতারা পুলিশকে দিয়ে আমার ছেলেকে খুন করিয়েছে। আজ ৩৬৬ দিন হয়ে গেলেও আমার ছেলের খুনের সাথে যুক্তরা আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আনিস খুনের ঘটনার তদন্তের জন্য একটি এসআইটি গঠন করলেও তাদের কার্যকলাপে আমি খুশি নই। আমি এখনো সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছি। '
সালেম বলেন,' আমি জানতে পেরেছি সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুর রহমান জোট প্রার্থীর হয়ে প্রচার করছিল বলে পুলিশ তাকে ধর্ষণের মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। ওই কংগ্রেস নেতার সৌভাগ্য তাকে পুলিশ খুন না করে তাকে একটি মিথ্যে মামলাতে জড়িয়ে দিয়েছে। আমি যেমন ওই পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। তেমনি এলাকার মানুষদের কাছে আবেদন রাখতে এসেছি তাঁরা যেন কংগ্রেস প্রার্থীর সাথে থাকেন। '