Reported By:- Binoy Roy
সাগরদিঘি উপ নির্বাচনে তৃনমূলের পরাজয়ের পরে সরিয়ে দেওয়া হলো সাগরদিঘি ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় কে।সাগরদিঘি ব্লক তৃনমুল কংগ্রেসের নতুন সভাপতি হলেন সামসুল হোদা।
বুধবার মুর্শিদাবাদের নবগ্রামে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সামসুল হোদার নাম ব্লক সভাপতি হিসেবে ঘোষণা করে জঙ্গিপুর জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।জঙ্গিপুর জেলা তৃনমুল কংগ্রেসের সম্পাদক ছিলেন সামসুল হোদা। সাগরদিঘি উপ নির্বাচনে সংখ্যা লঘু ভোট তৃনমূলের থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় কংগ্রেসের কাছে হেরে যেতে হয়।তাই কী সংখ্যা লঘু ভোট ধরে রাখতে সংখ্যা লঘু মুখ নিয়ে আসা হলো ব্লক কমিটিতে?