সাগরদিঘী এলাকায় কিডনাপিং কেসে দ্বিতীয় ব্যক্তি জড়িত থাকার অপরাধে অশোক ঘোষ কে গ্রেফতার করলো সাগরদিঘী থানার পুলিশ গভীর রাত্রে আজ ২৮শে জানুয়ারি সকাল সাড়ে এগারোটা নাগাদ তাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে সাতদিনের রিমান্ড চেয়ে পুলিশ সূত্রে জানা যায়।
গত ২৪ শে জানুয়ারি সাগরদিঘী পিডিসিএল এলাকা থেকে 5 জন কিডন্যাপ হয়েছিল সেই রাত্রি সাগরদিঘী থানার ওসি বিজন রায় মহাশয় ও জঙ্গিপুর SDPO ৩০ মিনিটের মধ্যে সেই পাঁচজনকে উদ্ধার করে নিয়ে আসে যারা কিডনাপীর সঙ্গে জড়িত ছিল তাদের মধ্যে আসাদুল মল্লিক নামে একজনকে ২৫ শে জানুয়ারি পুলিশ গ্রেফতার করে আর তারপরেই ২৭ এ জানুয়ারি গভীর রাত্রে আরো একজনকে গ্রেফতার করে সাগরদিঘী থানার পুলিশ এই নিয়ে দুইজন গ্রেপ্তার হল রবিবারের দিন অজয় ঘোষ নামে দ্বিতীয় জনকে গ্রেফতার করার পর জঙ্গিপুর কোটে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানায়।