সাগরদীঘিতে পাথর বোঝায় ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখমুখী সংঘর্ষে মৃত্যু এক বাইক আরোহীর আহত আরো ১।মৃতের নাম হাসিবুর সেখ।
পুলিশ সূত্রে জানাগেছে সাগরদীঘির হাসপাতলে মোড় সনলগ্ন এলাকায় একটি পাথর বোঝায় ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দু’জন বাইক আরোহী ।স্থানীয়রা তাদের সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে গেলে হাসিবুর সেখকে মৃত বলে ঘোষণা করে ।রনি নামের আরো এক বাইক আরোহী আহত অবস্থায় চিকিৎসাধীন । মৃত ও আহত বাইক আরোহী দু জন বাজিতপুর এলাকায় বলে পুলিশ সূত্রে খবর।
