Reported By : Binay Roy
২৫ শে ফেব্রুয়ারি , শনিবার , সাগরদীঘি পার্টি অফিসে ৩ঃ৩০ মিনিটে পৌঁছান শুভেন্দু অধিকারী। সেখানে সম্বর্ধনা দেন কর্মী সমর্থকেরা। মনিগ্রামের করিয়া মাঠে জমায়েত করে প্রায় ১৫০ জন কর্মীসমর্থদের নিয়ে বাড়ী বাড়ী গিয়ে প্রচার কাজ সারেন। খেড়ুই গ্রাম৷ ভূমিহর গ্রাম, বালিয়া মোড়, নওপাড়া গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে তিনি প্রচার করেন প্রার্থী দিলীপ সাহার হয়ে। তিনি বলেন পশ্চিমবঙ্গে কাজ নেই। ভোট দিন বিজেপি প্রার্থীকে, তিনি ভালো মানুষ। প্রচার সেরে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সমর্থকেরা পথ আটকে গোব্যাক স্লোগান তোলে।