Reported By : Masud Rana
১৩ ই ডিসেম্বর, মঙ্গলবার, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর এলাকায় সোমবার গভীর রাতে আব্দুল হান্নান মন্ডল ও তার পুত্র সামসুজ্জোহা মন্ডলের বাড়িতে আগুন লেগে যায়। যদিও কিভাবে আগুন লেগেছিল তা বলতে পারেনি পরিবারের অন্যান্য সদস্যরা। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয়। বিধ্বংসী আগুনে দুটি বাড়ি, রান্নাঘর সহ গোয়ালঘর সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায়। এছাড়াও আগুনে চারটি ছাগল, ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, চাল, গম, ধান, সেলাই মেশিন সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। আর সবকিছু হারিয়ে অসহায় সম্বলহীন অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারি সহযোগিতার আরজি জানিয়েছে।