Reported By : Masud Rana
৮ ই জানুয়ারি, রবিবার, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর গ্রামে পাঁচটি পরিবারের সাতখানা বাড়ি বিধ্বংসী আগুনে ভষ্মীভূত। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছেছে। পরে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছেছে। বিধ্বংসী আগুনে বাড়ির আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণ ভাবে ভষ্মীভূত হয়ে গেছে। অসহায় পরিবারের সদস্যরা সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন। এই পাঁচটি পরিবারের সদস্যরা সকলেই খাস জমিতে বসবাস করে। সবকটিই কাঁচাবাড়ি ছিল। প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুই বাঁচাতে পারেনি।