Reported By :- Masud Rana
রেশন দুর্নীতির অভিযোগ সাগরপাড়ায় আবারো মাথাচাড়া দিল। পশ্চিমবঙ্গের চকমথুরাগ্রামবাসী আজ ভরদুপুরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন, কারণ তারা দুয়ারে রেশন প্রকল্পের আওতায় নিম্নমানের চাল এবং আটা বিতরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
গ্রামবাসীরা জানিয়েছেন, তারা পূর্বেও নিম্নমানের খাদ্য সামগ্রীর কথা শুনেছেন, কিন্তু এবার আর মেনে নেবেন না। আজকের বিক্ষোভে মহিলারা এবং পুরুষেরা একত্রিত হয়ে তাদের আওয়াজ তুলেছেন। রেশন ডিলার অমর সাহা চৌধুরী বলেন, “যেখানে থেকে খাদ্য সামগ্রী এসেছে, সেখান থেকেই খারাপ এসেছে। আমাদের কিছু করার নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
গ্রামবাসীদের অভিযোগ, “আমরা সাধারণ মানুষ, আমাদের যা দেওয়া হয়, তা খেতে হবে,” এমনটি উল্লেখ করে তারা আরও জানান, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে ভবিষ্যতে বৃহত্তর বিক্ষোভের মাধ্যমে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন।
সব মিলিয়ে, চরম অসন্তোষ ও ক্ষোভ নিয়ে গ্রামবাসীরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এবং রেশন পরিষেবা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।