Skip to content
সাগরপাড়া থানার নাকা চেকিংয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি

সাগরপাড়া থানার নাকা চেকিংয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি

Reported By :- Masud Rana

গতকাল (19.02.2025 বুধবার) রাত ১১:৪৫ থেকে ১২:২৫ এর মধ্যে সাগরপাড়া থানার চর বটতলার কাছে শিরোচর গ্রামে পিচ রোডে নাকা চেকিং ডিউটি চলাকালীন সিআই হালিম বিশ্বাস দুই ব্যক্তিকে আটক করেন। গ্রেফতারকৃতদের নাম আলমগীর শেখ (৪৭ বছর) পিতা মৃত আব্দুল লতিব এবং আকতারুল ইসলাম,পিতা আতাহার সেখ উভয়েই রমনকান্তপুর এলাকার বাসিন্দা।

 

তাদের কাছ থেকে তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় ৬৭০ বোতল ফেনসিডিল কাশির সিরাপ উদ্ধার করা হয়। এই সিরাপের মধ্যে কোডিন ফসফেট এবং হাইড্রোক্লোরাইড সারির ১০০ মিলি অন্তর্ভুক্ত ছিল। সিআই হালিম বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানটি মুর্শিদাবাদ পিডির সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাগরপাড়া থানায় মামলা নং ১৭০/২৫, তারিখ ২০.০২.২৫ অনুযায়ী এনডিপিএস আইনের অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের ৭ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এবং এলডি আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এই ঘটনাটি মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সমাজকে মাদকমুক্ত করতে সহায়ক হবে।

Leave a Reply

error: Content is protected !!