Reported By : News Desk
কোলকাতা (১৪ অক্টোবর '২৩):- মহালয়ার পবিত্র তিথিতে কোলকাতার নিমতলা শ্মশান সংলগ্ন শ্রী শ্রী ভূতনাথ মন্দির প্রাঙ্গণে দরিদ্র, নির্ব্বান্ধব, নিরাশ্রয়, নিরাত্মীয় দাবীদারহীন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিদেহী আত্মার শান্তি কামনায় যথাবিহিত শাস্ত্রানুযায়ী 'পিতৃতর্পণ' করল 'হিন্দু সৎকার সমিতি'।