Reported By Binoy Roy
ভারতের নির্বাচনী ব্যবস্থায় যে প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকারকে হরণ করা হচ্ছে, তার প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ মোমবাতি মিছিল করে বহরমপুর শহর কংগ্রেস।
এ দিনের ওই মিছিলের নেতৃত্বে ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।
এ দিন রাতে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে ওই মিছিল বের হয়ে শহরের একাংশ পরিক্রমা করে।
অধীর বলেন, ‘সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তার প্রতিবাদ হচ্ছে গোটা ভারতে। এ দিন আমরাও সেই প্রতিবাদে শামিল হয়েছি।’ তিনি বলেন, ‘রাহুল গান্ধী ‘ওয়ান ম্যান, ওয়ান ভোট’-এর কথা বলছেন। সেখানে কোনও কারচুপি, কোনও সন্দেহ ও ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত হলে কংগ্রেস তার প্রতিবাদ করবে, তার মোকাবিলা করবে। সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ করবে, কোর্টে করবে, রাস্তায় করবে, সর্বত্র প্রতিবাদ জানাবে।’
এ দিনের মিছিল থেকে অভয়া প্রসঙ্গে অধীর বলেন, ‘এক বছর হয়ে গেল কিন্তু এখনও অভয়া বিচার পেল না। বিচারের সমর্থনে আমরা অবশ্যই আছি। অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যে রাত দখলের অভিযান চলছে। তাতে আমাদের নৈতিক ভাবে, মানসিক ভাবে ও আন্তরিক ভাবে সমর্থন রয়েছে।