Skip to content
সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে সন্দেহজনক ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাণীনগরে

সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে সন্দেহজনক ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাণীনগরে

Reported By:- Masud Rana

রবিবার শেষ রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে রাণীনগরের পানিপিয়া চাকরানপাড়া এলাকায় একটি বাড়ির পাশের দেওয়াল থেকে সন্দেহজনক ব্যাগ উদ্ধার করে রানিনগর থানার পুলিস। সূত্রের অনুমান , ব্যাগের মধ্যে ভেতরে থাকতে পারে তাজা বোমা। ইতিমধ্যেই ব্যাগ উদ্ধার ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যাগটিকে ঘিরে রেখেছে রানীনগর থানার পুলিস।
উল্লেখ্য , দিন কয়েক আগেই ওই বাড়ির মালিক আব্দুস শুভান শেখ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন , তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কি রাখা হয়েছিলো ? ইতিমধ্যেই সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে!
ইতিমধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া দেওয়া হয়েছে রানিনগর থানা পুলিসে।

Leave a Reply

error: Content is protected !!