Reported By : Binay Roy
৩ রা জুলাই, সোমবার, সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। উল্লেখ্য, নির্বাচনী প্রচার সেরে রাতে বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ওই কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। পেটের বাম পাশে গুলি লেগে গুরুতর ভাবে আহত হয় আরিফ সেখ নামে ওই কংগ্রেস কর্মী। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার দুপুরে সেখানে তাকে দেখতে যান কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার পরিপ্রেক্ষিতে অধীর বাবু বলেন- পায়ের তলার মাটি হারানোর ভয়ে গায়ের জোরে ভোট লুটের চেষ্টা করছে তৃণমূল। পাশাপাশি তিনি বলেন- যেখানে একজন বিধায়কের সামনে গুলি চালিয়েছে দলের গুন্ডা বাহিনী- সেখানে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বাংলায় এই পঞ্চায়েত নির্বাচনে সর্বোতভাবে পুলিশের মদতে ভোট লুটের চেষ্টা চালাচ্ছে তৃণমূল এটা তার জলজ্যান্ত প্রমাণ। নিজে হাতে বিধায়কের গুলি চালানোর ঘটনা যদি বিশ্বাস না হয় তাহলে আহতের জবানবন্দি নেওয়া হোক- বললেন অধীর রঞ্জন চৌধুরী।