Reported By : Masud Rana
৬ ই জানুয়ারি, শুক্রবার, সামশেরগঞ্জ বিডিও অফিসের মিটিং রুমে শিক্ষা দপ্তরের স্পোর্টস কমিটির মিটিং'য়ে ধূলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা, মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযোগের তীর উঠেছে খোদ তৃণমূল পরিচালিত সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ সহ বেশ কয়েকজন কর্মাধক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেল নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিডিও অফিসে। সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে এসআই অফ স্কুলকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ। এসআই'য়ের মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ ও তৃণমূল নেতৃত্ব। এদিকে মারধর, হেনস্থা ও মোবাইল কেড়ে নেওয়ার মতো অপ্রীতিকর ঘটনার সিসিটিভি প্রকাশ্যে নিয়ে এসে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এসআই হোসনেয়ারা খাতুন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে এসআই অভিযোগ করলেও পুরো ঘটনা অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ আঞ্জুমারা খাতুন। খেলা সংক্রান্ত কোনো বৈঠকই হয়নি বলেই দাবি করেন তিনি। পাল্টা এসআই'য়ের বিরুদ্ধেই বেশ কিছু অভিযোগ করেছেন শিক্ষা কর্মাধক্ষ।