Skip to content
সামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন ” অভিষেক ব্যনার্জী “

সামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন ” অভিষেক ব্যনার্জী “

 

সামসেরগঞ্জঃসামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন অভিষেক ব্যনার্জী।এখন সামসেরগঞ্জ ফিল্ডে তার সভা চলছে।এই সভায় অভিষেক ব্যানার্জী ছাড়াও উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর জেলার সভাপতি খলিলুর রহমান,মুর্শিদাবাদের সভাপতি শাওনি সিংহ রায়।
অভিষেক ব্যনার্জী এদিন ভাষণ দিতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন,বিজেপির দুই ভাই ইডি আর সিবি আই।কিন্তু যতই এজেন্সি লাগাক।তৃণমূলকে তারা দমিয়ে রাখতে পারবে না।
এছাড়াও তিনি এদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন এবং এই নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন।
আগামী দিনে তিনটি বিধানসভায় তিনটিটেই তিন লক্ষেরও বেশি ভোটে জেতাতে হবে।
এছাড়াও এদিন অভিষেক ব্যনার্জী সামসেরগঞ্জের গঙ্গা ভাঙনের জন্য রাজ্য সরকার খুব শিগিগির পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান।
এদিন তিনি আরো বলেন,বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ থাকত না;মোদিশাবাদ হয়ে যেত।

Leave a Reply

error: Content is protected !!