সারনা ধর্ম কোডের দাবিতে আদিবাসীদের ডেপুটেশন বীরভূম জেলা শাসককে

সারনা ধর্ম কোডের দাবিতে আদিবাসীদের ডেপুটেশন বীরভূম জেলা শাসককে

আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ধর্ম কোট সারনা ধর্ম কোডের দাবিতে শুক্রবার আদিবাসী সম্প্রদায়ের তরফ থেকে বীরভূম জেলা শাসককে একটি ডেপুটেশন জমা দেওয়া হল। এই ডেপুটেশনের মাধ্যমে তারা এই বার্তা দেশের রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিতে চাইছেন বলে দাবি করেছেন। নিজস্ব ধর্ম কোড ছাড়াও এদিনের এই ডেপুটেশনে আদিবাসী সম্প্রদায়ের মোট ৮ দফা দাবি দেওয়া রয়েছে। ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে এই সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এদিন সিউড়ি শহরে মিছিল করে আসেন এবং ধরনা প্রদর্শনের মধ্য দিয়ে ডেপুটেশন প্রদান করেন।

Leave a Reply

error: Content is protected !!