Reported By:- News Desk
সারা আলি খান (Sara Ali Khan) তাঁর ওয়েট লস জার্নির কথা বারবার শেয়ার করেছেন। একসময় সারা যথেষ্ট স্থূলকায়া ছিলেন। সেই সময় তাঁকে একাধিক বার বডি শেমিং-এর সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সারা ভেঙে পড়েননি। নিজের ওজন কমিয়েছেন তিনি। তবে তা যথেষ্ট হেলদি ওয়েতে। তাঁর ডেবিউ ফিল্ম ‘কেদারনাথ’-এ সারাকে যথেষ্ট স্লিম অ্যান্ড ট্রিম দেখা গিয়েছিল। এরপর তিনি নিজেকে ধীরে ধীরে যথেষ্ট গ্রুম করেছেন। ইন্সটাগ্রামে প্রায়ই নিজের ফিটনেস ভিডিও শেয়ার করেন সারা। শেয়ার করেন ছবিও। সম্প্রতি নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়ে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিকিনিতে নিজের খোলামেলা ছবি। এদিন সারা নিজের কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। ছবিতে সারার পরনে রয়েছে খোলামেলা বিকিনি। আকাশনীল রঙের বিকিনি জুড়ে রয়েছে গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্ট। সারার চোখ আবৃত সাদা ফ্রেমের সানগ্লাসে। পায়ে রয়েছে সবুজ রঙের স্নিকার্স। চোখে হালকা কাজল ও ঠোঁটের লিপবামে মেকআপ সেরেছেন সারা। খোলা রয়েছে তাঁর চুল। একটি ছবিতে তাঁর চুলের একপাশে কাঠচাঁপা ফুল গুঁজেছেন সারা। তিনি ছবিগুলি তুলেছেন বাড়ির লনের সুইমিং পুলের ধারে। সারার অ্যাব টোনড। একসময়ের ছিয়ানব্বই কিলো ওজন অন্তর্হিত। বর্তমানে সারা ওজন ছাপ্পান্ন কেজি। ট্রোলারদের মুখ বন্ধ করে দিয়েছেন সারা।