Skip to content
সারা বাংলায় দাবা উন্নয়ন: ২৩ জেলার জন্য নতুন প্রযুক্তি

সারা বাংলায় দাবা উন্নয়ন: ২৩ জেলার জন্য নতুন প্রযুক্তি

কলকাতা (১৫ ফেব্রুয়ারী '২৫): পশ্চিমবঙ্গের দাবা খেলার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে 'সারা বাংলা দাবা সংস্থা' ২৩ জেলার দাবা সংগঠনগুলোকে প্রদান করল একটি করে ডেস্কটপ কম্পিউটার, সিপিইউ ও ইউপিএস। এই উদ্যোগের পিছনে রয়েছে প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের ১৫ লাখ টাকার অনুদান। আজ 'ক্যালকাটা স্পোর্টস জার্ণালিস্টস ক্লাব'-এ অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে জেলা দাবা সংগঠনের কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই কম্পিউটার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এসময় বলেন, "ইণ্ডোর স্টেডিয়ামের মতো জায়গায় খেলাই হওয়া দরকার; তবে বর্তমানে অধিকাংশ সময় এর ঠিক বিপরীত কার্যকলাপ হতে দেখা যাচ্ছে, যা কাম্য নয়।" দিব্যেন্দু বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন, "এর আগে জেলা কার্যালয়গুলোকে ঘড়ি ও দাবা খেলার বোর্ড প্রদান করা হয়েছিল। এখন এই কম্পিউটারের মাধ্যমে আশা করছি, আমাদের খেলোয়াড়রা নিজেদের উন্নতির দিকে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে।" এই উদ্যোগটি দাবা খেলার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি, খেলোয়াড়দের প্রস্তুতি ও উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

error: Content is protected !!