News সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার প্রথম জেলা সম্মেলন May 14, 2023May 14, 2023 39botenten Reported By : তুষার কান্তি খাঁ১৪ ই মে, রবিবার, বহরমপুরের পিআরসি সভাকক্ষে অনুষ্ঠিত হল সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার প্রথম জেলা সম্মেলন। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুনাল বাগচী ।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অভিরূপ বিশ্বাস। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অঞ্জনবেরা, শিল্পী সেন, রাজিব সেন সহ জেলার প্রস্তুতি কমিটির সদস্যরা। Share Facebook Twitter Pinterest Linkedin