Reported By : Binay Roy
২০ শে মে, শনিবার, শুধু জলঙ্গী বা রানীনগরই নয়, সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয়েছে রদবদলের পালা। শুক্রবার জঙ্গীপুরের পর শনিবার রানীনগর আর জলঙ্গী ব্লক থেকে বিভিন্ন দলের কর্মীরা শয়ে শয়ে যোগদান করলো কংগ্রেসে। শনিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জমায়েত হয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা নিজেরদের তুলে নেন দলে সদ্য যোগদানকারীরা। এলাকায় এলাকায় তৃণমূল আর পুলিশের দেখানো ভয়ভীতিকে উপেক্ষা করে তাদের এই যোগদানকে স্বাগত জানাচ্ছে কংগ্রেস- বললেন অধীর রঞ্জন চৌধুরী।