Reported By : Binay Roy
৯ ই জুন, শুক্রবার, সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৮। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই শাসক দলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল ভরতপুর ২ ব্লক। সালারে ব্লক অফিসে সর্ব দলীয় বৈঠক থেকে বেড়িয়ে মিছিল করে যাওয়ার সময় সালার ব্যাসস্ট্যান্ডের কাছে যুব তৃণমূল কার্যালয়ের সামনে ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের উপর হামলার অভিযোগ বিধায়ক হুমায়ুন কবীর অনুগামীদের বিরুদ্ধে। যুব তৃণমূল কার্যালয়ের সামনে ব্লক সভাপতি অনুগামীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন প্রায় ৮ জন। তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই এমন ঘটনায় পঞ্চায়েত নির্বাচন আদেও শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনায় অস্বস্তিতে পড়ে বিধায়ক হুমায়ুন কবীরের দাবী সবাইকে সংযত হওয়ায় জন্য আবেদন করেছেন তিনি।