Reported By : Binay Roy
১৭ ই সেপ্টেম্বর, রবিবার, সিএসপি কর্মীদের বাদ দেওয়ার সিদ্ধান্তে সোচ্চার সংগঠনের সদস্যরা। মূলিক স্বয়ম্ভব গোষ্ঠীর সদস্যদের লোন পাইয়ে দেওয়ার বিভিন্ন আইনি সাহায্য দিতেই এক কর্মীরা। অস্থায়ী পদে রাজ্য সরকার গোটা রাজ্যে ন হাজারের বেশি সিএসপি কর্মী নিয়োগ করেছিল। পরে এই কর্মীদের ভাতা দিত কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার অন্য একটি সংস্থার মাধ্যমে কাজ করানোয় সিএসপি কর্মীদের বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তার প্রতিবাদেই আলোচনায় বসে কর্মীরা। বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়।