Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৯ শে ডিসেম্বর, মঙ্গলবার, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কানতিরপা এন কে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে সামনে রেখে নমিনেশন পত্র জমা করে কংগ্রেস প্রার্থীরা। আগামী ৩১শে ডিসেম্বর ম্যানেজিং কমিটির ভোটকে কেন্দ্র করে এদিন ৫ জন পুরুষ ও ১ জন মহিলা নমিনেশন পত্র জমা করেন মঙ্গলবার। এ প্রসঙ্গে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ ইসমাইল বলেন, নমিনেশন পত্র জমা দেওয়া হয়েছে। অবিভাবকদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, আমরা ক্ষমতায় এলে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, হোস্টেল, মিডডেমিল থেকে যাবতীয় পরিকাঠামোগত উন্নয়ন করবো। বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ রাকিব বলেন, আমরা ১০০ শতাংশ আশাবাদী আমরাই জিতবো। মাদ্রাসায় জোটকে মান্যতা দেয় সাধারণ মানুষ। পূর্বেও জোট সরকার কাজ করেছে সাধারণ মানুষের জন্য। আমাদের কাজের জন্যই আমরা সম্পূর্ণ আশাবাদী।