একেবারে সিনেমার কায়দায় হুমকি অডিও ভাইরাল জলঙ্গিতে। মুর্শিদাবাদের জলঙ্গীর পঞ্চায়েত সমিতির বিজ্ঞপ্তি দেওয়া টেন্ডারে জমা দেওয়া কাগজ তুলে, 'না নেওয়ায় ঠিকেদারকে হুমকি তৃণমূল নেতার। এমনকি তৃণমূল নেতা বলেন:- কি করে এলাকায় থাকিস তাও দেখা নিবো, এমনটাই হুমকি দেন জলঙ্গি দক্ষিণ জোনের তৃণমূল সভাপতি মাসুম আলি আহমেদ। তারই অডিও ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি