Reported By:- Masud Rana
কংগ্রেসের পর বিক্ষোভ সিপিআইএমের, বৃহস্পতিবার মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোয়াসে সিপিআইএম প্রার্থীর বাড়ির পেছনে বোমা রেখে ফাঁসানোর অভিযোগে উত্তেজনা ছড়ায়। শুরু হয় বিরাট বিক্ষোভ মিছিল, গোটা গ্রাম পরিক্রমা করে বিক্ষোভ দেখানো হয়।টেঁকারাইপুর-বালুমাটি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী আইনাল হকের বাড়ির পেছনে আমবাগানে গত রাতে বালতি ভর্তী বোমার সন্ধান পায় পুলিশ। সন্ধানের পরেই রাত থেকেই সেই বালতি ঘিরে রাখে পুলিশ। সকালে এই খবর জানাজানি হতেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোপকারীদের বক্তব্য আইনাল পেশায় একজন ক্ষুদ্র ব্যাবসায়ী বোমা কেন রাখবে | এবং পুলিশ কিভাবে খবর পেয়ে ভোর রাত্রে সরাসরি বাগানে পৌছে বোমার কাছে পৌছোল তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরেই তাকে ফাঁসানো হয়েছে দাবী করে গোটা গ্রামে মিছিল করে সি পি আই এমের কর্মী সমর্থকেরা তাতে সামিল হন গ্রামবাসীরাও। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আরও অতিরিক্ত পুলিশ বাহিনি নিয়ে এলাকায় পৌছোয় ইসলামপুরের ওসি নির্মল দাস। তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।