Skip to content
সিপিআইএমে ভাঙ্গন তৃণমূলের যোগদান মুর্শিদাবাদ লোকসভায়

সিপিআইএমে ভাঙ্গন তৃণমূলের যোগদান মুর্শিদাবাদ লোকসভায়

Reported By:- Masud Rana

লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের জলঙ্গিতে সিপিআইএমে ভাঙ্গন। গ্রাম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক সমর্থকের তৃণমূলে যোগদান। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূলের ডাকা নির্বাচনী সভায় যোগদান করেন তারা। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক এবং ব্লক মাসুম আলি আহমেদের হাত ধরেই যোগদান।লোকসভা ভোটের হাতেগোনা কয়েকটা দিন, তার আগে আবারো তৃণমূলের শক্তি বৃদ্ধি। ভোট যতই এগিয়ে আসছে ততই দলবদলের পালা চলছে মুর্শিদাবাদের জলঙ্গি এবং রাণীনগরে। যোগদান প্রসঙ্গে জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন :- যোগদান চলছে চলবে আগামী দিনে যোগদানের হিড়িক পড়বে। বিরোধীরা বিচার করছিলো বিচার করে অনুভব করেছে, তাদের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতেই যোগদান।

Leave a Reply

error: Content is protected !!