Skip to content
সিপিআইএম কমিটির ডাকে নির্বাচনী সমাবেশ

সিপিআইএম কমিটির ডাকে নির্বাচনী সমাবেশ

Reported by Masud Rana

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ইসলামপুরে সিপিআইএম কমিটির ডাকে নির্বাচনী সমাবেশ। গ্রাম জাগাও, চোর তাড়াও , বাংলা বাঁচাও, লুটেরাদের নয় , জনগণের পঞ্চায়েত গড়ো স্লোগান তুলে সিপিআইএম প্রার্থীদের সমর্থনে কমরেড মিনাক্ষী মুখার্জির নির্বাচনী সমাবেশ ইসলামপুরের নসিপুরে ফুটবল মাঠে।নির্বাচন কমিশন, সরকার , বুথ দখল , নমিনেশন, খুন , গণতন্ত্র, একাধিক ইস্যুতে ইসলামপুরের নসিপুর ফুটবল মাঠে নির্বাচনে সভায় বক্তব্য মিনাক্ষির।

Leave a Reply

error: Content is protected !!