আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ইসলামপুরে সিপিআইএম কমিটির ডাকে নির্বাচনী সমাবেশ। গ্রাম জাগাও, চোর তাড়াও , বাংলা বাঁচাও, লুটেরাদের নয় , জনগণের পঞ্চায়েত গড়ো স্লোগান তুলে সিপিআইএম প্রার্থীদের সমর্থনে কমরেড মিনাক্ষী মুখার্জির নির্বাচনী সমাবেশ ইসলামপুরের নসিপুরে ফুটবল মাঠে।নির্বাচন কমিশন, সরকার , বুথ দখল , নমিনেশন, খুন , গণতন্ত্র, একাধিক ইস্যুতে ইসলামপুরের নসিপুর ফুটবল মাঠে নির্বাচনে সভায় বক্তব্য মিনাক্ষির।