Skip to content
সিপিআই(এম) পলসন্ডা এরিয়া কমিটির উদ্যোগে শহীদ স্মরণ

সিপিআই(এম) পলসন্ডা এরিয়া কমিটির উদ্যোগে শহীদ স্মরণ

Reported By : তুষার কান্তি খাঁ
২৪ শে নভেম্বর, শুক্রবার, ১৯৭৯ সালের ২৩ শে নভেম্বর জমি আন্দোলন করতে গিয়ে ঘাতক বাহিনীর হাতে খুন হন সে সময়ের সিপিআই(এম) নেতা ও কর্মী মানিক ঘোষ, মান্নান শেখ ,নওশাদ সেখরা।

তাঁদের স্মৃতির উদ্দেশ্যে সিপিআই(এম)পলসন্ডা এরিয়া কমিটির উদ্যোগে নারিকেলবাগান মোড়ে একটি স্মরণ অনুষ্ঠান হয়ে গেল এ দিন ।

স্মরণ অনুষ্ঠানে শহীদদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন পার্টির জেলা সম্পাদক জামির মোল্লা ,মুকুল মন্ডল, পল্টন হাঁসদা, কাদির আলী, অমল মুখার্জি প্রমুখ ।সভাপতিত্ব করেন মালের উস্তার।

Leave a Reply

error: Content is protected !!