ভোটের মুখেই বড় ধাক্কা জোট শিবিরে। সিপিআইএম প্রধান যোগ দিলেন তৃণমূলে। মুর্শিদাবাদের ডোমকল ব্লক এবং রানীনগর বিধানসভার মধ্যে রয়েছে ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত ভোটে বোমাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম উত্তেজনা দেখা গিয়েছিল ধুলাউড়ি পঞ্চায়েত এলাকায়। তারপরেও শাসক দল অর্থাৎ তৃণমূলকে হারিয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছিল বাম কংগ্রেস জোট, এবং পঞ্চায়েতের প্রধান হয়েছিল সিপিআইএম থেকে জয়ী পিঞ্জুরা বিবি। অবশ্যই ভোটের পরে ওই অঞ্চলে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে বিধায়ক সৌমিক হোসেনের মুখ থেকে একাধিকবার শোনা গিয়েছিল, স্থানীয় তৃণমূলের নেতৃত্বের লোভের কারণেই হাতছাড়া হয়েছে পঞ্চায়েত। অবশেষে আজ বুধবার বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন জোট সমর্থিত সিপিআইএমের প্রধান পিঞ্জুরা বিবি সহ জোটের অন্যান্য পঞ্চায়েত সদস্যরাও। ভোটের মুখেই ধুলাউড়ি অঞ্চলে বড় ধাক্কা জোট শিবিরে।