সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের প্রতিবাদ: অভয়ার বিচার দাবিতে রাজপথে নামলো তারা

সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের প্রতিবাদ: অভয়ার বিচার দাবিতে রাজপথে নামলো তারা

Reported By:- Manoj Das

৮ আগস্ট তারিখে ডাক্তারি পড়ুয়া ছাত্রী অভয়া আরজিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হন। এই মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন নতুন করে রাজপথে নেমেছে। সংগঠনের সদস্যরা সোদপুরের তিলোত্তমা মোড় থেকে মিছিল করে সোদপুর এইচ বি টাউন মোড় পর্যন্ত গিয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেন।এদিনের প্রতিবাদে অংশগ্রহণকারীরা “তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” শ্লোগান নিয়ে স্লোগান দেয়। তারা অভয়ার হত্যার দায়ীদের গ্রেপ্তারের দাবি করেন এবং অবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আহ্বান জানান।আজ সন্ধ্যা থেকে শুরু হয়ে আগামীকাল ৯ আগস্ট সন্ধ্যা পর্যন্ত চলবে এই অবস্থান-বিক্ষোভ। এরপর তারা আবার সোদপুর তিলোত্তমা মোড়ে মানববন্ধন করবেন। সংগঠনগুলির নেতৃবৃন্দ জানান, “আমরা শেষ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো, যতক্ষণ না পর্যন্ত অভয়ার ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে।”এভাবে প্রতিবাদের মাধ্যমে তারা সমাজে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানান এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হন। এই আন্দোলন থেকে পরিষ্কার বোঝা যায় যে, ন্যায়বিচারের জন্য সমাজের সকল অংশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

Leave a Reply

error: Content is protected !!