Skip to content
সিমি সিনহার তত্ত্বাবধানে 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নাচের অনুষ্ঠান

সিমি সিনহার তত্ত্বাবধানে 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নাচের অনুষ্ঠান

Reported by দিব্যেন্দু গোস্বামী

75 তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সারা দেশজুড়ে। বাদ যায়নি বিভিন্ন রাজ্য। এই দিনটিকে খুশির দিন হিসাবে পালন করছেন সকলেই। সিউড়ির 15 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই দিশা বেলে টুপ। স্বাধীনতা সংগ্রামে 75 বছর উপলক্ষে তারা একটি নাচের অনুষ্ঠান দর্শকদের সামনে উপস্থাপিত করে। তাদের এই নাচের অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত ছিল দর্শক বৃন্দ। স্বাধীনতা দিবসের দিন রবিবার সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে তাদের এই অনুষ্ঠানে সকলকে মুগ্ধ করেছে। সিমি সিনহার তত্ত্বাবধানে প্রায় 25 জন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তারি নাচের কিছু অংশ আমাদের চ্যানেলে দেখানো হলো।

Leave a Reply

error: Content is protected !!