Reported By : Masud Rana
১৪ ই ডিসেম্বর, বুধবার, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার দক্ষিণ গ্রাম এলাকায় একটি বেসরকারি রাইস মিল সিল করল সিআইডি। জানা যায়, সিআইডি এসে ওই রাইস মিল থেকে বেশ কিছু কাগজপত্র বের করে নিয়ে আসে এবং মিলে থাকা স্টাফ ও কর্মচারীদেরকে বের হতে বলে। আর এরপর রাইস মিলটিকে সিল করে দেওয়া হয়।