Reported By:- Masud rana
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, ডোমকল ব্লক ও ডোমকল টাউন তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে সি.বি.আই. ও ই.ডি. – র দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার ডোমকল তৃণমূল কার্যালয় অফিস থেকে মিছিল শুরু করে প্রায় 3 কিলোমিটার ডোমকল বাজার পথ পরিক্রমা করেন। মিছিল শেষে বাস ষ্ট্যান্ড এলাকায় সভা অনুষ্ঠিত হয়। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন ডোমকল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, টাউন যুব সভাপতি মিয়া তাশিক ইকবাল, ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল সহ তৃণমূল নেতৃত্বরা।