Reported By : অভিজিৎ হাজরা
৪ ঠা মার্চ, শনিবার, এক বছর হয়ে গেল ছাত্র নেতা আনিস খান খুন হয়েছে। আনিসের মৃত্যুর পর এখনও সি বি আই তদন্তের দাবিতে অনড় আছেন মৃত আনিস খানের বাবা সালেম খান।
ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ ডি ওয়াই এফ আই এর অন্যান্য নেতৃত্ববৃন্দ সালেম খানের সঙ্গে দেখা করতে আমতার বাড়িতে এলে সালেম খান বলেন, ' ছেলের মৃত্যুর তদন্তে সি বি আই তদন্তের দাবি আমি এক বছর ধরে করে আসছি। এখন ও আমি সেই দাবিই করছি ' ।