Skip to content
সীমান্তে গ্রেফতার ৪: আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র

সীমান্তে গ্রেফতার ৪: আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র

Reported By:-  Masud Rana

ভারত-বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চর বটতলা এলাকা থেকে গতকাল ৪ জন যুবককে গ্রেফতার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ৭.৬২ মিমি ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র, একটি দেশি পাইপগান, ছয়টি ম্যাগাজিন, এবং বিভিন্ন ধরনের গুলি। ধৃতদের নাম গিয়াসউদ্দিন, শেখ মিনারুল, শেখ মুকলেছুর এবং মারুফ শেখ। তাদের বাড়ি সাগরপাড়া, জলাঙ্গি ও রানীনগর থানার এলাকায়।সাগরপাড়া থানার পুলিশ বর্তমানে এই গ্রেফতারকৃতদের উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় SDPO IPS শুভম বাজাজ সাংবাদিকদের জানান, “আমরা জানার চেষ্টা করছি, তারা কি পাচারের জন্য অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল নাকি অন্য কোন উদ্দেশ্য ছিল”।পুলিশ ইতিমধ্যে আদালতে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। তদন্ত অব্যাহত রাখতে পুলিশ বিভিন্ন সূত্রের সাথে যোগাযোগ রক্ষা করছে। স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি করায় পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।এমন পরিস্থিতিতে স্থানীয় নাগরিকদের কাছে পুলিশের আহ্বান, তারা যদি কোনো তথ্য জানেন তবে তা দ্রুত তাদের জানানোর জন্য।

Leave a Reply

error: Content is protected !!