Reported By : News Desk
সময় বদলালেও বদলায় না মানসিকতা। যদি কোনো জুটি সম্পর্কে থাকেন, তাহলে তাঁদের জিজ্ঞাসা করা হয়, কবে তাঁরা বিয়ে করছেন! যদি তাঁদের বিয়ে হয়ে যায়, তাহলে কয়েক দিন কাটতে না কাটতেই চারপাশের মানুষরা উতলা হন, কবে তাঁরা সুখবর দিচ্ছেন! সুখবরের অর্থ শুধুমাত্র অন্তঃসত্ত্বা হওয়া ছাড়া আর কিছুই হতে পারে না বলে মনে করেন অনেকে। সিদ্ধার্থ মালহোত্র (Sidhdharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র বিয়ে নিয়ে এতদিন ধরে মাতামাতি হলেও এবার তাঁদের সুখবরের ইঙ্গিত পেয়ে তা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে।