সুধানি নদীর তীরে নদীর বাঁধ নির্মাণের কাজের শুভ সূচনা করা হলো

সুধানি নদীর তীরে নদীর বাঁধ নির্মাণের কাজের শুভ সূচনা করা হলো

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও করণদিঘীর বিধায়ক গৌতম পালের উদ্যোগে নদীর বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। এদিন উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের ভূলকি সুধানি নদীর বাম তীরে ও আলতাপুর ১ নম্বর পঞ্চায়েতের নাগর নদীর ভাঙ্গন রোধের জন্য বোল্ডার এর কাজে শুভ উদ্বোধন করা হয়। ফিতে খেতে শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও করণদিঘির বিধায়ক গৌতম পাল।

জানা গেছে এবার করণদিঘী ব্লকের অন্তর্গত নীলকুঠি গ্রামে রাঘবপুর এবং ভুলকি এই তিনটি জায়গায় নদী ভাঙ্গন রোধের জন্য বোল্ডারের কাজের শুভ উদ্বোধন করা হয়। তিনটি প্রকল্পে মোট ২ কোটি ৯৭ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। করণদিঘীর বিধায়ক গৌতম পাল জানান এই নদী ভাঙ্গন রোধের জন্য মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। দপ্তরের নজরে এসেছে পরবর্তীতে যে সমস্ত কাজ বাকি রয়েছে সেগুলো হবে বলে জানান বিধায়ক গৌতম পাল। উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, করণদিঘীর বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘী থানার আই.সি পলাশ মহন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য, দোমোহনা পঞ্চায়েতের প্রধান সহ আরও অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!