সুনীতি বিশ্বাস স্মরণে রক্তদান

সুনীতি বিশ্বাস স্মরণে রক্তদান

Reported By:- তুষার কান্তি খান

সুনীতি বিশ্বাস মুর্শিদাবাদ জেলার জনবিজ্ঞান আন্দোলনের একজন বলিষ্ঠ নেতৃত্ব। তিনি ২০২১ সালের ৮ই মে কোভিড কালে প্রয়াত হন । তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই দিন বহরমপুর স্টুডেন্ট হেলথ হোম ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে স্টুডেন্ট হেলথ হোমের হল ঘরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলনের নেতা পুষ্পক পাল ,তপন সামন্ত, হেলথ হোমের বিউটি চন্দ্র সহ আরো অনেকে। রক্তদানকে কেন্দ্র করে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

error: Content is protected !!