সুরক্ষিত নয় আমাদের মোবাইল নাম্বার

সুরক্ষিত নয় আমাদের মোবাইল নাম্বার

REPORTED BY:- MASUD RANA

আমাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত। আর আধার কার্ডের ডাটাবেজ বিভিন্ন ডিজিটাল কোম্পানির মাধ্যমে বাইরে চলে যাচ্ছে। ব্যবহার করছে বিভিন্ন রকম চিটফান্ড কোম্পানি গুলো । এই কোম্পানিগুলো এই নাম্বার গুলো বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছে আর সাধারন মানুষকে ক্ষতির মুখে বিপদের মুখে প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে । তারি প্রতিবাদে এবং সঠিক ফোন নম্বর ব্যবহারকারীরা জানো সুরক্ষিত থাকে এবং চিৎফান্ট কোম্পানিগুলো জানো তার শাস্তি পায় তার জন্য লিখিত অভিযোগ দায়ের করলেন ডোমকলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী খন্দকার ফারুক।

Leave a Reply

error: Content is protected !!